দীর্ঘদিন ধরে সড়কের অবস্থা নাজেহাল। খানাখন্দে ভরপুর। যত্রতত্র যানবাহন বিকল হচ্ছে। জনপ্রতিনিধিদের আশ্বাসের পর আশ্বাস পেলে আড়াল জটিলতায় সংস্কার হচ্ছে না। জনদুর্ভোগ চরমে পৌছায় এলাকাবাসী সংস্কারের দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ-খাজাঞ্চী- কামাল বাজার সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। .
৪ ঠা ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ষ্টেশন বাজারে এলাকাবাসী ও অটো টেম্পু/ অটোরিক্সা চালক শ্রমিক জোট ২০৯৭ এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। .
২০৯৭ কামাল বাজার শাখার সোলেমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুলতান মিয়া,ডাঃ নজির উদ্দিন,ব্যবসায়ী খোয়াজ মিয়া,ব্যবসায়ী ফজলু মিয়া,ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ, ও শ্রমিক নেতা আসদ আলী,ইরন মিয়া,আব্দুল কদ্দুস, নিজাম উদ্দিন। .
বক্তব্যে বক্তারা অতি দ্রুত বিশ্বনাথ-খাজাঞ্চী- কামাল বাজার জনগুরুত্বপূর্ণ ভাঙ্গা এই সড়কটি সংস্কার করে জনদূর্ভোগ দুর করার জন্য স্থানীয় সাংসদ ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তৃতাগন মানববন্ধনে উপস্থিত ছিলেন মকন মিয়া,এনামুল হক বিজয়,রাজু আহমদ,সাদেক আলীসহ এলাকার সর্বস্তরের জনগণ।. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া সিলেট প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: